আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

Cauliflower theft

alo

মাকে খুঁটিতে বেঁধে রাখল ছেলে

Public Voice

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৯:০১ পিএম

alo
alo

নিজের বৃদ্ধা মাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করেছে ছেলে। কেবল একটি ফুলকপি চুরির অভিযোগ তুলে নিজের বয়স্ক মাকে এভাবে নির্যাতন করে সে। অভিযুক্ত ছেলেকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যে। ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস’র বরাত দিয়ে সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, ফুলকপি চুরি করার দায়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নিজের বৃদ্ধা মাকে লাঞ্ছিত করার অভিযোগে ওড়িশার কেওনঝার জেলার ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সত্রুঘ্ন মহন্ত। রাজ্যটির কেওনঝার জেলার সরসপাসি গ্রামের বাসিন্দা সে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গত শনিবার কয়েকজন গ্রামবাসী আমাদের জানান, বৃদ্ধা এক নারী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। খবর পেয়ে আমাদের কয়েকজন পুলিশ সদস্য অবিলম্বে হাসপাতালে ছুটে যান এবং তার বিবৃতি রেকর্ড করেন। তদন্তের পর, আমরা অভিযুক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগগুলো প্রাথমিকভাবে সত্য বলে জানতে পারি। আর তাই, আমরা মহন্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার পরে তাকে গ্রেপ্তার করেছি।’

ভুক্তভোগী বৃদ্ধা নারীটি একাই থাকতেন। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীর দুটি ছেলে ছিল এবং বড় ছেলে কয়েক বছর আগে মারা যান। ছোট ছেলের সঙ্গে পারিবারিক কলহের জেরে একাই থাকতেন ওই বৃদ্ধা।

সরকারি রেশনে এবং গ্রামবাসীদের সহায়তায় জীবিকা নির্বাহ করা ছাড়া ওই নারীর আর কোনও উপায় নেই। সম্প্রতি তার অর্থের খুব প্রয়োজন হওয়ায় তিনি তার ছেলের খামার থেকে একটি ফুলকপি তুলে তা প্রতিবেশীর কাছে বিক্রি করেন।

আর এই অভিযোগেই বেধড়ক মারধরের শিকার হন ওই নারী। মূলত খামার থেকে একটি ফুলকপি তোলার কথা জানতে পেরে ছেলে সত্রুঘ্ন মহন্ত ৬০ বছরের বেশি বয়সী ওই নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। আর এই ঘটনাটি ঘটে গত ২০ ডিসেম্বর।

ছেলের নৃশংস কাজের এই ভিডিও ও ছবি ওই ঘটনার পরপরই ভাইরাল হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওড়িশা রাজ্যের ওই গ্রামে বৃদ্ধার ছোট ছেলের একটি ক্ষেত রয়েছে। শীতের মৌসুমে সেখানে ফুলকপির চাষ করেছিল সে। এদিকে ওই বৃদ্ধা সম্প্রতি চরম অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

এমন অবস্থায় তিনি ছেলের ক্ষেত থেকে একটি ফুলকপি তুলতে গিয়েছিলেন। ভেবেছিলেন, সেটা বিক্রি করে যদি কিছু টাকা আসে। সেই ভেবেই গত ২০ ডিসেম্বর ছেলের জমি থেকে একটি ফুলকপি তুলে এনেছিলেন। আর তার জেরেই এই কাণ্ড ঘটেছে। নিজের মাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেধড়ক মারধর করে ওই ব্যক্তি।

এরপর স্থানীয় বাসিন্দারা বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে স্থানীয় থানার পুলিশও পৌঁছে যায় থানায়। বৃদ্ধার অভিযোগ যাচাই করে, প্রাথমিক তদন্তের পর ইতোমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃদ্ধা মাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় চারদিকে নিন্দার ঝড় উঠেছে।

alo
alo