আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

kiara

alo

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ মুহুর্ত ছবি মাধ্যমে প্রকাশ করলেন কিয়ারা

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ পিএম

alo
alo

তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ের পর এই প্রথম বড়দিন। একান্তে দিনটি উপভোগ করেছেন তারা। সেই মুহূর্তই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ক্যাপশনসহ তুলে ধরেছেন কিয়ারা। 

‌‘মেরি ক্রিসমাস’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানদের। ছবিতে জুটিকে একটি আবেগঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। যা দেখে খুশিতে আত্মহারা নেটিজেনদের অনেকেই।

এদিন বড়দিন স্পেশাল ছবিজুড়ে শুধুই মিলেছে সিদ্ধার্থ-কিয়ারার সুখী দাম্পত্যের আভাস। স্ত্রীকে চুম্বন করতে দেখা যায় সিদ্ধার্থকে। অন্যদিকে কিয়ারাও স্বামীকে জড়িয়ে ছিলেন। সবমিলিয়ে এক অদ্ভুত সুন্দর মুহূর্তের ছিল এদিন। 

লাল পোশাকে অপূর্ব লাগছিলেন কিয়ারা। অন্যদিকে, আবার সিদ্ধার্থও, কালো টপের সঙ্গে লাল প্যান্ট পরে বরাবরের মতোই হ্যান্ডসাম লাগছিলেন। ছবি দেখে পরিচালক করণ জোহর তো ভালোবাসার ইমোজি দিয়ে ছবির প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এরই সঙ্গে অনুরাগীদের আবেগপ্রবণ প্রশংসা তো রয়েছেই।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি, সিদ্ধার্থ এবং কিয়ারা রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেছিলেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালীন দুজনের মধ্যে প্রেম বাসা বাঁধে। ২০২২ সালে কফি উইথ করণ সিজন ৭ করণ জোহর যখন প্রথমবার সিদ্ধার্থকে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। তখন লাজুক সিদ্ধার্থ বলেছিলেন, ‘উজ্জ্বল ভবিষ্যৎ আসছে’। 

ওদিকে কিয়ারাও দুজনের ভালোবাসার ইঙ্গিত জানিয়ে বলেছিলেন, বন্ধুর চেয়ে বেশি তাদের সম্পর্ক। অর্থাৎ বিয়ের কখনোই নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সেভাবে কথা বলতে দেখা যায়নি দুজনকে।



alo
alo