আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, নভেম্বর ২, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

the fish

alo

অর্ধ লাখ টাকায় বিক্রি লাক্ষা মাছ

Public Voice

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৮ পিএম

alo
alo

বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৮ কেজি ওজনের একটি সামুদ্রিক লাক্ষা মাছ বিক্রি হয়েছে প্রায় অর্ধ লাখ টাকায়। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে পাথারঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই লাক্ষা মাছটি বিএফডিসিতে নিয়ে এলে মৎস্য আড়ৎদার ছালাম মিয়া মাছটি বিক্রি করতে ডাকে তোলেন। পরে হানিফ নামের এক পাইকার ৪৮ হাজার ৬শ টাকায় মাছটি কিনে নেন।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সামুদ্রিক এ মাছের চাহিদা থাকলেও সচারাচর পাওয়া যায় না। এছাড়া লাক্ষা মাছে প্রচুর আয়োডিন থাকায় এবং সুস্বাদু হওয়ায় বড় সাইজের মাছের দামও বেশি হয়।


alo
alo