
অভিনেতা সিয়াম আহমেদ এক শুটিংয়ে সত্যি সত্যি নামাজ আদায় করেছেন। গল্পের অংশে নামাজের কাহিনী ছিল। যেটি করতে গিয়ে সত্যি সত্যি নামাজ আদায় করেছেন এই অভিনেতা।
জানা গেছে, পরিচালক রায়হান রাফীর চতুর্থ সিনেমা ‘ইত্তেফাক’ এর শুটিং চলছে সিলেটে। সেখানকার শাহী ঈদগাহ ময়দানে নামাজের দৃশ্যে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শুটিং হলেও প্রকৃতপক্ষে নামাজই পড়েছিলেন এই অভিনেতা!
এ বিষয়ে পরিচালক রায়হান রাফী গণমধ্যমকে জানিয়েছেন, শুটিংয়ের এই দৃশ্যে সত্যিই নামাজ পড়েছেন সিয়াম।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস